চন্দ্রগঞ্জ প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পুন্ন হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর)২০২২ইং চন্দ্রগঞ্জের রাজমুকুট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
লক্ষ্মীপুর জেলাধীন চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন অত্যন্ত সুন্দর,মনোরম,নান্দনিক,আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে চন্দ্রগঞ্জ রাজমুকুট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে জনসাধারণের সরব ও স্বঃস্ফুর্ত উপস্থিতিতে রাজমুকুট কমিউনিটি সেন্টারে সনাতনীদের হৃদ্যতাপূর্ণ এক মিলন মেলায় পরিণত হয়েছিল। সম্মেলনে গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান কর্মসূচী, গীতা পাঠে ছিলেন চন্দ্রগঞ্জ সার্ব্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পুরোহিত শ্রী_মানিক_চক্রবর্তী তারপর জেলা নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আলোচনান্তে এক পর্যায়ে কমিটি গঠনে চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক বিধি সম্পূর্ণরূপে অনুসরণ করা হয়।সম্মেলনে প্রান্তিক পর্যায়ে যারা উপস্থিত ছিলেন, জনসাধারণের ১০০% অকুণ্ঠ সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চন্দ্রগঞ্জ থানার সুপরিচিত মুখ #বাবু- সমীর কর্মকার মহোদয় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন, তিনি ব্যক্তি জীবনে সৎ,দক্ষ,স্থিতধী,কর্মঠ,সদালাপী,সদা হাস্যোজ্বল, সুদর্শন ও পরিচ্ছন্ন চরিত্রের অধিকারী।এসব গুণাবলী তাঁর চারিত্রিক বৈশিষ্ট্যকে করেছে মহিমান্বিত। যা উপস্থিত ও আগত সনতনীরা ব্যক্ত করেছেন, এবং উনারা আশা করচ্ছেন উনার হাত ধরে চন্দ্রগঞ্জ থানা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এগিয়ে যাবে অনেক দূর,
এর আগে দুপুর ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক।চন্দ্রগঞ্জ থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সমীর কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর মজুমদার, কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।
সভায় বক্তাগণ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সাবলীল বক্তব্য রাখেন।