সমাজে, দেশে, দুনিয়ায় কিছু মানুষ আছে যারা নীরব। তারা শুধুই নীরবে নিজের জীবন বয়ে নিয়ে যায় না, তারা অন্যের জীবনকেও তছনছ করে দেয় নীরবে- নিভৃতে। তারা নীরব ঘাতক ছাড়া অন্য কিছু নয়।
আমরা বলি-"সময়ের ফের।'
প্রতিটি সেকেন্ড মানুষের জীবনে মহামূল্যবান। প্রকৃত অর্থে সময় হল অমূল্য। সময়ের প্রয়োজনে মানুষ - মানুষের কাছে আসে আবার দূরেও চলে যায়। জীবনে কিছু কিছু মানুষের নীরব আবির্ভাব হয় সমস্যার দ্বার খোলে যায়। আবার সময়ের প্রয়োজনে তা মিটেও যায় । সময় যেমন কঠোর, সময় তেমনি কোমল । সময় যেমন মানুষকে নিঃস্ব ও পাগল করে তেমনি, সময়ই আবার সেই নিঃস্বতাকে দূর করে জীবনকে গতিময় করে উন্মাদনার অবসান ঘটায় ।
সময়কেও কিছুটা সময় দিতে হয়।
প্রয়োজন -"ধৈর্যের, বিশ্বাসের, সঠিক সিদ্ধান্তের ও আত্ম প্রত্যয়ের।"
কথায় আছে -"বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।”
দৃঢ় প্রত্যয়ীরা সফলকাম হয় সব ক্ষেত্রেই । নিজের সময়ের সাথে নিজের কর্ম্ম ও ধর্মীয় সত্তার বিশ্বাসবোধ থেকে জন্ম নেয় এক অনিন্দ সুন্দর মহীরুহ, এ হল প্রকৃত সত্য। সত্যের প্রতীকী রূপের বলেই হয়তোবা পৃথিবীতে মানুষ বিশ্বাস করতে শেখে এবং এর বিশ্বাসযোগ্যতা প্রকাশ পায়। তার বিনাশে-ই মনুষ্যত্ব ধ্বংশ হয়।
তাইতো বলা হয় --"জীবনের জন্য সময় নয়, সময়ের জন্য জীবন । "
আমাদের জীবনের পথচলা হোক সময়ের সাথে তাল মিলিয়ে । জীবন হোক, জীবনের জন্য।
No comments:
Post a Comment