Wednesday, September 17, 2025

শারদীয় দুর্গাপূজার অঞ্জলি,মন্ত্র সরল ও সহজভাবে,


 শারদীয়া দুর্গাপূজার পুষ্পাঞ্জলি মন্ত্রটি  আমাকে আমার এক বন্ধু অনুরোধ করেছিলেন অঞ্জলি  মন্ত্রটি সংগ্রহ করে সাজিয়ে ঘুজিয়ে লেখে দেওয়ার  জন্য, কারণ অনেক দুর্গাপূজা বিধিতে সহজ সরল ভাবে সাজানো থাকে না।  তাই সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করলাম।
এবং  আজকে সকলের জন্য শারদীয় দুর্গাপূজার সপ্তমী, মহাষ্টমী ও মহানবমী বিহিত পুষ্পাঞ্জলি মন্ত্র গুলি সহজ সরল ভাবে উপস্থাপন করতে চেষ্টা করছি।। 
সপ্তমীর দিন মুলপুজা শেষ হবার পরঃ-
নিজের দুই-হাতে সচন্দনপুষ্প ও বিল্বপত্র নিয়ে অঞ্জলিপুটে দেবীর দিকে তাকিয়ে বলবেন......

 নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে।
 পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে।।

 হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্। 
হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে।। 

সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে।  ধর্ম্মার্থকামসম্পত্তিং দেহি দেবী নমোস্তুতে।। 

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।

ওপরের মন্ত্রটি সঠিকভাবে  উচ্চারণ পুর্বক দেবী দুর্গার চরনে নিজের দুই-হাতের সচন্দনপুষ্প ও বিল্বপত্র অঞ্জলি দেবেন। 
এরপর দুইহাত জোড় করে দেবীর দিকে তাকিয়ে প্রনাম মন্ত্র পাঠ করবেন...... 

সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাথসাধিকে। 
শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তুতে।। 

মহাষ্টমীর দিন মুলপুজা শেষ হবার পরঃ-
নিজের দুই-হাতে সচন্দনপুষ্প ও বিল্বপত্র নিয়ে অঞ্জলিপুটে দেবীর দিকে তাকিয়ে বলবেন......

নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি।
 আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে।। 

নমঃ সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি।
 গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তুতে।। 

 নমঃ শরণাগতদীর্নাত পরিত্রাণপরায়ণে।
 সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তুতে।। 

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।। 

ওপরের মন্ত্রটি সঠিকভাবে  উচ্চারণ পুর্বক দেবী দুর্গার চরনে নিজের দুই-হাতের সচন্দনপুষ্প ও বিল্বপত্র অঞ্জলি দেবেন। 
এরপর দুইহাত জোড় করে দেবীর দিকে তাকিয়ে প্রনাম মন্ত্র পাঠ করবেন...... 

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী।
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে।। 

মহানবমীর দিন মুলপুজা শেষ হবার পরঃ-
নিজের দুই-হাতে সচন্দনপুষ্প ও বিল্বপত্র নিয়ে অঞ্জলিপুটে দেবীর দিকে তাকিয়ে বলবেন......

কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে।
 ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তুতে।। 

 লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে।
 মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তুতে।।

কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি।
 বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তুতে।।

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ।।

ওপরের মন্ত্রটি সঠিকভাবে  উচ্চারণ পুর্বক দেবী দুর্গার চরনে নিজের দুই-হাতের সচন্দনপুষ্প ও বিল্বপত্র অঞ্জলি দেবেন। 
এরপর দুইহাত জোড় করে দেবীর দিকে তাকিয়ে প্রনাম মন্ত্র পাঠ করবেন...... 

সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বিতে।
ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তুতে।। 

বিঃ দ্রঃ- পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণের সময় নিজের হৃদয় বা অন্তঃস্থল নির্মল, নিষ্পাপ ও ধার্মিক হওয়া প্রয়োজন তবেই দেবী তা অঞ্জলি রুপে গ্রহন করবেন।।
 🙏জয় মা দুর্গা 🙏🙏১৭-০৯-২০২৫ইং

No comments:

Ekadoshi

তর্পণ বিধি

 আমি প্রথমেই মহালয়া বিষয়ে দু'একটা কথা বলে নিই, তারপর  তর্পণ নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করবো।  মহালয়া মানে শুধু মায়ের আগমন নয়, মহাল...

চারবর্ণের অশৌচ ব্যবস্তা