মানব সেবা
"""""""""""""""""""
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
"""""""""""""""""""""""""""
মানুষ হইয়া জন্ম লইয়া
আসিয়া ভব মাঝে
নিজেরে নিয়া মগ্ন থাকা
কভু নাহি সাজে।
ঈশ্বর মানবে পাঠাল ভবে
করিতে জীব সেবা,
মানুষ মাঝে এমন মানুষ
শ্রেষ্ঠ আর কেবা।
মানুষ হইয়া যেবা করে
জীব কুলের সেবা
মানুষ হইয়া মানুষেরে
ভালবাসে যেবা।
মানুষ লাগিয়া হাসিয়া হাসিয়া
করিলে জীবন দান,
ইতিহাসে তাহার নাম ভবে
থাকিবে অম্লান।
হিংসা নিন্দা পরচর্চ্চা
লুন্ঠন অপরাধ,
অন্যের ধন চুরি করা
যার বড় সাধ।
সর্ব জাতি ঘৃনা করে
সেই মানুষেরে
তার কোন নাই সম্মান
অবনীর উপরে।
ধর্ম ধর্ম করে কেন
ধরেছ সাধু সাজ,
করিলে কেবল পরের ক্ষতি
ত্যাগ করিয়া লাজ।
কিবা হবে এসব করে
হবেকি লাভবান
পাবেকি কভু এই জগতে
মানুষের সম্মান?
মানুষ হইয়া মানুষেরে
ভালনা ভাসিলে ভবে
পরকালে শুকর হইয়া
জনম লভিবে।
জনম নিবে নীচু কুলে
গ্লানি ভরা মনে,
বেঁচে থাকবে এই ভবে
নিন্দার সনে।
সময় থাকিতে কর সেবা
মানবের লাগিয়া
মরিয়াও অমর হইবে
দেখনারে ভাবিয়া।
পরজন্মে ব্রাহ্মণ কিবা
জন্মিবে রাজ কুলে
বিচার করেন ঈশ্বর বিধাতা
যিনি আছেন মূলে।
No comments:
Post a Comment