পিতৃ প্রেম
"""""""""
-শ্রী পবিত্র কুমার চক্রবর্ত্তী
""""""""""""""""""""""""""
পিতা সম বন্ধু নাই
এই ভব মাঝে,
পিতা সম প্রিয় কেবা
পাশে রয় কাজে।
বিনা মূল্যে পিতা দেয়
গিরি সম টাকা,
যন্ত্র সম গৃহে মাঝে
ঘুরে যেন চাকা।
রাত দিন কষ্ট করে
পুত্র কন্যা লাগি,
নিজ দেহে জীর্ণ বস্ত্র
সর্ব সুখ ত্যাগী।
শত ব্যাথা পেয়ে তবু
মুখে রেখে হাসি,
সর্ব কর্ম করে যায়
সবে ভাল বাসি।
পুত্র কন্যা শিখে যেন
বেশি লেখা পড়া,
ধন্য হবে ভব মাঝে
সব মাঝে সেরা।
কত স্বপ্ন থাকে তাঁর
দুটি আঁখি জুড়ে,
মন মাঝে গাঁথা আশা
আসে ঘুরে ঘুরে।
দেব সম সেই পিতা
থাকে গৃহ কোনে,
হৃদে রেখে প্রেম ভাব
পুত্র কন্যা সনে।
পিতা সনে পুত্র কন্যা
থেকে রাত্র দিনে,
দেব তুল্য জ্ঞান করে
চল তাঁর সনে।
পিতা সম গুরু নাই
এই বিশ্ব মাঝে,
কষ্ট কালে পাবে তুমি
ডাক দিলে কাজে।
এই মত পিতৃ প্রেম
কেবা দিবে ভবে,
ভেবে দেখ এক মনে
পুত্র কন্যা সবে?
No comments:
Post a Comment